৫ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, শিল্পকলায় একুশে পদক প্রাপ্ত ও ৩ বার বাচসাস পুরস্কারে ভূষিত বিখ্যাত কন্ঠ শিল্পী সুবীর নন্দীর সুর ও কন্ঠে এপেক্স ক্লাবস অব বাংলাদেশের জন্য এই “সেবা সংগীত”টি এপেক্সিয়ানদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
★ এপেক্স এপেক্স এপেক্স,
সেবার আদর্শই ভিত্তি হোক,
সকল উদ্যোগ সব আয়োজন,
সেবাই হোক সেই জীবনের পণ।
গড় নতুন সমাজ নতুন করে,
সুন্দর মানুষে উঠুক ভরে,
সক্রিয় করে তোল করো সচেতন,
সেবাই হোক সেই জীবনের পণ।
মৈত্রীর বন্ধন করো স্থায়ী,
বিশ্বের অঙ্গনে হোক সে জয়ী,
মানুষ মানুষে হোক পরম আপন,
সেবাই হোক সেই জীবনের পণ।★
বাংলাদেশের বর্তমানে ১৪০টির অধিক এপেক্স ক্লাবের প্রতিটি অনুষ্ঠানে (প্রত্যেক ক্লাবে মাসে কমপক্ষে ২বার) প্রতিটি এপেক্সিয়ান এই গানটি সম্মিলিত কন্ঠে গেয়ে থাকেন, যা “Apex Song” নামে পরিচিত। এপেক্স ক্লাবের ৫৭তম প্রতিষ্ঠা বার্ষিকী’২০১৮ তে এই গানটিতে অবদান রাখার জন্য এপেক্স বাংলাদেশ তাঁকে ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা সম্মানীসহ সম্বর্ধনা প্রদান করেছে। অসাধারণ কথা ও সুরের কারনে গানটি সকল এপেক্সিয়ানের নিকটই পূজনীয়। বাংলাদেশের এপেক্স পরিবারের প্রায় ২০ হাজার সদস্য প্রতিভাধর এই গুণী শিল্পীর আত্নার শান্তি কামনা করার অনুরোধ জানানো হয়েছে।


