এপেক্স ক্লাব অব ঢাকার ৫৭তম পালাবদল অনুষ্ঠিত

এপেক্স বাংলাদেশের জেলা -১ এর অধীনে এপেক্স ক্লাব অব ঢাকার ৫৭তম পালাবদল আজ অনুষ্ঠিত হয়। এপেক্স ক্লাবস অব বাংলাদেশ এর জাতীয় সহ-সভাপতি এপেক্সিয়ান ইলিয়াস জসিম, এনওয়াইসিডি এপে. আলহাজ্ব মোঃ হেলাল উদ্দিন, জেলা গভর্ণর এপে. মনিরুল ইসলাম উপস্থিত ছিলেন। পালাবদল অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশ এর লাইফ গভর্ণর ও অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান প্রফেসর কুদরত-ই-খুদা; লাইফ গভর্ণর ও অতীত জাতীয় সভাপতি এপেক্সিয়ান কাদের নেওয়াজ, এপেক্স বাংলাদেশ ফাউন্ডেশন এর অতীত সভাপতি এপে. মোশারফ হোসেন, জাতীয় অতীত সভাপতি এপে. খোরশেদ-উল-আলম অরুন। তাছাড়া পিডিজি এপে. হাবিবুর রহমান, ন্যাশনাল ট্রেজারার এপে. হারুন, এপে. খালেক মিয়া। ক্লাবের সভাপতি এপে. মোঃ মজিবুর রহমান খান ও তার ক্লাবের সদস্যগন সত্যের পক্ষে থেকে সমাজের কম ভাগ্যবানদের সেবা করার দৃঢ় প্রত্যয়ে শপথ গ্রহন করেন। শপথ বাক্য পাঠ করান জেলা গভর্নর-১, এপেক্স বাংলাদেশ এপেক্সিয়ান সুজিত কুমার সাহা সুব্রত।