মাসব্যাপী প্রতিদিন কমপক্ষে ১০০ জনকে খাদ্য/ ইফতার বিতরণ কর্মসূচির ধারাবাহিকতায় আজ ২২ রমযানের ২২তম দিনে আজ ঐতিহ্যবাহী ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের সামনে এপেক্স বাংলাদেশের জেলা-১ ও জেলা-২এর আয়োজনে শতাধিক মানুষের মাঝে ইফতার /খাদ্য বিতরণ সেবা কর্মসূচি পালন করা হয়।

এই সেবা কর্মসূচিতে এপেক্স বাংলাদেশের জেলা গভর্নর- ১ এপে.সুজিত কুমার সাহা সুব্রত, এপেক্স ক্লাব অব ঢাকা মিডটাউনের চার্টার সেক্রেটারি ও অতীত সভাপতি এবং ভিকারুননিসা নূন স্কুল অভিভাবক কমিটির সভাপতি এপে. মনোয়ার হোসেন তৌফিক, অতীত সভাপতি এপে.ফরহাদ হোসেন,মিডটাউনের প্রেসিডেন্ট এপে.নাফিস খান রোহান, সদস্য এপে.রাহাত, এপেক্স ক্লাব অব ঢাকার মেম্বারশিপ এন্ড এ্যাটেন্ডেন্স ডিরেক্টর এপে.তোফায়েল আহমেদ অংশ নেন।
